ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

চকরিয়ায় কোটি টাকার ব্রিজ রাস্তার কারনে অকেজো

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ১০:৫৯ পিএম

চকরিয়ায় কোটি টাকার ব্রিজ রাস্তার কারনে অকেজো

ছবি: রূপালী বাংলাদেশ

চকরিয়া উপজেলার প্রাচীনতম সড়ক চিরিঙ্গা টু লক্ষ্যারচর সিকলঘাট, কৈয়ারবিল শান্তিবাজার পেকুয়া মগনামার অতি গুরুত্বপূর্ণ সিকলঘাট সড়ক। বিভিন্ন তদবির চাপের কারণে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয় একটি ব্রিজ করলেও রাস্তা সংস্কার করে চালু করার উদ্যোগ গ্রহণ করেনি সড়ক বিভাগ।

সড়ক বিভাগের রাস্তার  দুপাশের জমিগুলো বিভিন্ন ভূমিদস্যু দোকান নির্মাণ ও সমিলের কাঠ রেখে রাস্তা  দখলে নিয়ে নিয়েছে।

চকরিয়া উপজেলার শিক্ষা নগরী হিসেবে পরিচিত সিকলঘাট এলাকা।এই সড়ক দিয়ে প্রতিদিন চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা, আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয, হাজি নুরুল কবির চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ সহ প্রায় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করে থাকে।

এই বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের বিভাগীয় উপ প্রকৌশলী দিদারুল ইসলাম বলেন, আমরা সিকলঘাট খুব শিগগিরই রাস্তাটি মেরামত করবো।রাস্তার আশেপাশে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করে রাস্তা মানসম্মত ব্যবহারের উপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

এই বিষয় জানতে চাইলে কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৈনিক দৈনন্দিন পত্রিকার-বার্তা সম্পাদক মো. সাইদুল হক চৌধুরী জানান, দীর্ঘদিন যাবত অযত্ন অবহেলায় এই রাস্তাটি অকার্যকর হয়ে পরে আছে। যথাযথ সংস্কারের উদ্যোগ গ্রহণ না করাই স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। অতি শীগ্রই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

আরবি/জেডআর

Link copied!