ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৩:১৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

মেঘনা সেতুর ওপরে উল্টে যাওয়া পণ্যবাহী ট্রাক সরিয়ে নেয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনেই যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে এদিন সকালে মেঘনা সেতুর ওপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যানজটের সৃষ্টি হয়; যা পরবর্তীতে মহাসড়কটির গজারিয়া অংশে ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। দীর্ঘ যানজটে আটকা পড়ে অনেক যাত্রী ও পণ্যবাহী যান। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেজানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়কের মেঘনা ব্রিজে সুতাবোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

ট্রাক থেকে মালামাল না সরানো পর্যন্ত উল্টো যাওয়া ট্রাককে রাস্তা থেকে সরানো যাচ্ছিল না। এরপর এক লেন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসন চেষ্টা চলে। পরে সুতা এবং ট্রাকটি সরিয়ে নেয়ার পর যানজট নিরসন সম্ভব হয়। এরপর ওই রুটে ধীরে ধীরে যানজট কমতে থাকে।

আরবি/জেআই

Link copied!