ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মুলাদীতে তিনদিন ধরে বিদুৎ বিছিন্ন ৭ শতাধিক পরিবার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৫:৫১ পিএম

মুলাদীতে তিনদিন ধরে বিদুৎ বিছিন্ন ৭ শতাধিক পরিবার

ছবি: রূপালী বাংলাদেশ

বরিশালের মুলাদীতে পল্লী বিদ্যুৎ কর্মীদের আহত করায় তিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে শরিয়াতপুর পল্লী বিদুৎ সমিতি। মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের জয়েন্তী নদীর উত্তর পাড়ে ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও ষোলঘর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির গোসাইরহাট আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। ফলে এসব এলাকার ৭ শতাধিক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।

এতে বিপাকে পড়ে ঐ এলাকার কোমলমতি শিক্ষার্থী। গত মঙ্গলবার দুপুরে ভেদুরিয়া এলাকায় এক গ্রাহক লোকজন নিয়ে হামলা করে পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ ৬ জনকে আহত করেন। ওই বিষয়ের নিষ্পত্তি না হওয়ায় এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়ায় বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানান শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির গোসাইরহাট আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল মতিন মিয়া।

ছত্রিশ ভেদুরিয়া গ্রামের আব্দুল খালেক বেপারী বলেন, জয়েন্তী নদীর কারণে পল্লী বিদ্যুতের মুলাদী জোনাল অফিস সফিপুরের ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও ষোলঘরের একাংশে বিদ্যুৎ লাইন দিতে পারেনি। পরে গোসাইরহাট জোনাল অফিসের আওতায় ওই এলাকায় বিদ্যুতের লাইন দেওয়া হয়। লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য গত মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। দুপুরে বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মীদের ওপর হামলার ঘটনার পর তারা ক্ষিপ্ত হয়ে আর বিদ্যুৎ লাইন চালু করেননি। ফলে তিন দিন ধরে এলাকার মানুষ বিদ্যুৎহীন
রয়েছেন।

গোসাইরহাট জোনাল অফিসের ডিজিএম আব্দুল মতিন হোসেন বলেন, সাধারণ মানুষের সঙ্গেই পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের কাজ করতে হয়। গ্রাহক আমাদের কর্মচারীদের উপর হামলা করছে। এতে ছয় কর্মচারী আহত হয়েছে। এ বিষয় আমরা মুলাদী থানায় ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছি। এ সময় তিনি আরও বলেন ওই এলাকার গ্রাহকরা উদ্যোগ নিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান ও বিদ্যুৎ লাইন চালুর ব্যবস্থা করবো। উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে গোসাইরহাট পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার বেল্লাল হোসেন রিডিং সংগ্রহ করতে গেলে ভেদুরিয়া গ্রামের জহির মুন্সী তার মিটারের রিডিং ও ব্যবহৃত ইউনিট জানতে চান। বিদ্যুৎ না থাকায় ওই গ্রাহকের মিটারে রিডিং দেখা না যাওয়ায় ইউনিট বলতে পারেননি বেল্লাল হোসেন। ওই সময় তাকে মারধর করেন জহির মুন্সী। এ বিষয় মুলাদী থানার অফিসার ইনর্চাজ জহিরুল আলম জানান গত কাল পল্লী বিদ্যুৎ এর বিষয় মুলাদী থানায় ১১ জন আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করে আইন গত ব্যবস্থ গ্রহন কবরো।

আরবি/জেডআর

Link copied!