ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বাঁশখালীতে পুলিশের অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ১২:৩২ এএম

বাঁশখালীতে পুলিশের অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী এলাকার জামাল আহমেদের পুত্র শোয়েব হোসেন, ফেনীর দাগনভূঁইয়া এলাকার আমিন উল্লাহর পুত্র হেমায়েত উল্লাহ ও গাইবান্ধা জেলার জয়নাল আবেদিনের পুত্র সাইফুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে চব্বিশটি বিদেশি মদের কাচের বোতল, সাতাশিটি বিদেশি মদের সিরামিক বোতল, নয়টি লাল রঙের বড় সিরামিক মদের বোতল, ৪০০ পিস  সিলভার ও নীল রঙয়ের টিনের বিয়ার ক্যানসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসময় এই মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কালো মাইক্রোবাসও জব্দ করা হয়। গ্রেফতার হওয়া আসামীরা এসব মাদকদ্রব্য অবৈধপথে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসএস পাওয়ার প্লান্টের কয়লা জেটি ঘাটে এনে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে থানা সূত্রে জানা যায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!