ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জীবননগরের সাবেক মেয়র রফিকুল আটক

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৪:০৪ পিএম
ছবি: সংগৃহীত

জীবননগর পৌর সভার সাবেক মেয়র রফিকুল ইসলাম  চাঁদাবাজির মামলায় আটক। গত বৃহস্পতিবার রাতে জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে। রফিকুল ইসলাম জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও জীবননগর পৌর সভার পোস্ট অফিস পাড়ার মৃত সিরাজ মন্ডলের ছেলে। 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মামুন হোসেন বিশ্বাস, তিনি বলেন জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামকে চাঁদাবাজি ও গাড়ি ভাংচুরের মামলায় আটক করা হয়েছে। এবং শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।