ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ঈদগাঁও ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু, পড়ে আছে মরদেহ

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৫:০২ পিএম

ঈদগাঁও ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু, পড়ে আছে মরদেহ

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে । পুলিশের রশি টানাটানি মরদেহ পড়ে আছে রেললাইনের পাশে। ২২ নভেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার করতে স্থানীয়রা ঈদগাও থানা পুলিশকে অবিহিত করলে তারা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানাতে বলেন। আর রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা জেলা পুলিশকে বলতে বলেন। থানা পুলিশ,  রেলওয়ে পুলিশ ও জেলা পুলিশ রশি টানাটানিতে মরদেহ সকাল থেকে ঘটনাস্থলে রেললাইনের পাশে পড়ে আছে।

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য লাল মিয়া জানান,নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০-৫৫ বছর। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে,  নিহত ব্যক্তি লবণ মাঠের শ্রমিক।

লাল মিয়া বলেন, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার এক্সপ্রেসের লোকো মাস্টার বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ওই ব্যক্তি কাটা পড়ে মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে গ্রাম পুলিশ লালমিয়া জানায়, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের মাধ্যমে আমরা খবর পাই, মধ্যম নাপিতখালী রেললাইনে পাশে ট্রেনে কাটা পড়া ব্যক্তির মরদেহ পড়ে আছে। আমরা ঘটনা স্থলে এসে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়েছে । নিহত অজ্ঞাত ব্যক্তির মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে গেছে। মরদেহ পড়ে রয়েছে।  

 

রূপালী বাংলাদেশ

Link copied!