ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আমীর জয়নাল আবেদীন, সেক্রেটারি শহিদ উল্যাহ

লাকসাম পৌরসভা জামায়াতের আমীর ও শুরা সদস্য নির্বাচন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৭:৫৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা শাখার আমীর ও শুরা সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) লাকসাম পৌরসভা কার্যালয় রুকন সমাবেশে ব্যালটের মাধ্যমে পৌরসভার ৯৩ জন পুরুষ রোকন ও ৪২ জন মহিলা রোকন গোপন ভোটের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের জন্য আমীর ও ১১ জন পুরুষ শুরা সদস্য নির্বাচন করেন। এছাড়াও মহিলা রোকনদের গোপন ব্যালটের ভোটে সাতজন মহিলা শুরা সদস্য নির্বাচিত হন।

আগামী ২ বছরের জন্য লাকসাম পৌরসভা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন বর্তমান আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী। এ সেশনে সেক্রেটারি নিযুক্ত হয়েছেন, বর্তমান সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহিদ উল্যাহ।

সমাবেশে নবনির্বাচিত আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীকে শপথ বাক্য পাঠ করান, কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট।

গোপন ব্যালটে শুরা সদস্য নির্বাচিত হয়েছেন, মাওলানা মুহাম্মদ শহিদ উল্যাহ, মাষ্টার একেএম শাহআলম, মাওলানা আব্দুল জলিল, আবু দাউদ বিএসসি, অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, আবুল হাশেম,‌ মো. সাইফুল ইসলাম, মাওলানা আবু জাফর সালেহ, আকতার হোসেন আজাদী, সাইফুল ইসলাম খোকন, নুরে আলম। মনোনীত শুরা সদস্যরা হলেন, আবদুর রহিম, অধ্যক্ষ আবু তাহের।

একই সেশনের কর্মপরিষদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মাওলানা মুহাম্মদ শহিদ উল্যাহ, মাষ্টার একেএম শাহআলম, মাওলানা আব্দুল জলিল, আবু দাউদ বিএসসি, অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, আবুল হাশেম,‌ মো. সাইফুল ইসলাম, মাওলানা আবু জাফর সালেহ, আকতার হোসেন আজাদী, সাইফুল ইসলাম খোকন, নুরে আলম, আবদুর রহিম, অধ্যক্ষ আবু তাহের, অধ্যাপক আবদুল কাহহার, আকবর হোসেন মোল্লা ও মাওলানা দেলোয়ার হোসেন।

রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট।

পৌরসভার আমীর ও শুরা সদস্য নির্বাচন পরিচালনা করেন, কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

রুকন সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা সদর দক্ষিণ জামায়াতের আমীর মিজানুর রহমান, কুমিল্লা জেলা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খায়রুল ইসলাম।