ধর্মীয় শিক্ষার মাধ্যমে সম্প্রীতির বার্তা পৌছানোর আহবান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এসময় আওয়ামী লীগ সরকারের সময়ে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও বিভিন্ন নিয়োগে অর্থ কেলেঙ্কারি নিয়েও প্রশ্ন তুলেন তিনি।
শনিবার (২৩ নভেম্বর) সকালের দিকে
খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসা`র অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসা`র সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী`র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।
অনুষ্ঠানে খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সেলিম, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আবু ওসমান, শিক্ষক হাফেজ নুরুল ইসলাম, আমিনুল ইসলাম ও আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ`র সভাপতি আমির হোসেন আমু প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপি আবারো ক্ষমতায় গেলে অতীতের ন্যায় দরিদ্র ও জনমানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার প্রসারে সহায়তাও আশ্বাস দেন ওয়াদুদ ভুইয়া। তিনি বলেন, পাহাড়ি-বাঙালি মিলেমিশে থাকলেই পাহাড়ে শান্তি আসবে, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সংঘাত এড়িয়ে পাহাড়ি-বাঙ্গালিদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও বন্ধুত্ব সৃষ্টির মাধ্যমে মিলেমিশে থাকতে হবে।
পরে হেফাজত বিভাগের ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
আপনার মতামত লিখুন :