ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৭:১৭ পিএম

বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

সাবেক এমপি এসএম জগলুল হায়দার। ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। সদর ইউনিয়ন যুবদল যুগ্ম-আহবায়ক বাবলু গাজী বাদি হয়ে সাতক্ষীরার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি করেন। গত ১০ নভেম্বর মামলা দায়েরের পর তদন্তের জন্য আদালত শ্যামনগর থানার ওসিকে দায়িত্ব দিয়েছেন।

মামলায় সাবেক এমপি উপজেলা আ.লীগ সভাপতি এসএম জগলুল হায়দার ও তার ভাই সদর ইউপির চেয়ারম্যান এসএম জহুরুল হায়দার বাবুসহ ৪৩ জনের নাম উল্লেখ রয়েছে।

মামলার বর্ণনায় উল্লেখ করা হয় একাদশ জাতীয় নির্বাচনের আগে এসএম জগলুল হায়দারের নেতৃত্বে আসামীরা বিএনপি কার্যালয় খোলার বিনিময়ে একলাখ টাকা চাঁদা দাবি করেন।

পরবর্তীতে রাতের ভোটে বিজয়ী হওয়ার পর আসামীরা পুনরায় সমপরিমান টাকা দাবির পাশাপাশি সপ্তাহে একদিন অফিস খোলার নির্দেশ দেয়। তবে নির্দেশনা অমান্য করায় ২০১৯ সালের দুই জানুয়ারী তারা সংঘবদ্ধভাবে বিএনপি কার্যালয়ে ঢুকে ভাংচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

এ  বিষয়ে বাদি বাবলু গাজী জানান, আমি বিএনপি অফিস ভাঙচুর করার ঘটনায় আদালতে মামলা দায়ের করেছি এবং তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সোলায়মান কবীর বলেন, তৎকালীন সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রকাশ্যে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, বিষয়টি নিয়ে তখন আমরা আইনের সহযোগিতা পায়নি। প্রশাসন আমাদের কোন সহযোগিতা করেনি।
 

আরবি/জেডআর

Link copied!