জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত ১১.৩০ মিনিটে মৌলভীবাজার জেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাযা আজ শনিবার বেলা ২টায় গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের রায়পুরে অনুষ্ঠিত হবে।
জানা যায়, তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। এর মধ্যে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলেন। পরিবার এখানে কেউ না থাকার কারণে হুজুরকে (২৮ অক্টোবর) বিকেল ৩টায় ইমার্জেন্সি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে করে সিলেট নেওয়া হয়। তারপর, সিলেট সদরে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এদিকে জমিয়ত সভাপতির মুত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে ডা.শফিকুর রহমান তার ফেসবুকে লেখেন, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশের) শীর্ষ নেতা হযরত মাওলানা মনসুরুল হাসান রায়পুরী গত রাত ইন্তিকাল ফরমাইয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...।
জীবদ্দশায় তিনি ছিলেন ইসলামের একজন নিষ্ঠাবান খাদেম এবং একজন দক্ষ সংগঠক।
আল্লাহ রাব্বুল আলামীন তাঁর জীবনের তামাম নেক খেদমতকে কবুল করুন, ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।
তাঁর প্রিয়জন-আপনজন ও সহকর্মীদেরকে আল্লাহ তা`য়ালা সবরে জামিল আতা করুন। আমীন।
আপনার মতামত লিখুন :