ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

চৌগাছায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ১০:০২ পিএম

চৌগাছায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছা উপজেলার ৩নং সিংহঝুলি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হামিদ মল্লিক ২০২১ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় সেসময় তাকে উপজেলা যুবলীগ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে বহিস্কার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সুরঞ্জিত বলেন, গত ২ অক্টোবর হামিদ মল্লিকের বিরুদ্ধে চৌগাছা থানার একটি চাঁদাবাজির মামলায় দায়ের হয়। মামলা তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পায়েল হোসেন বলেন, উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা শহর থেকে গ্রেপ্তার করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!