ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নাটোরে আ.লীগ নেতা ডন গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৩:২১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাতে শহরের কান্দি ভিটুয়া এলাকা থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। ডনকে শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হোসাইন।

নজরুল ইসলাম ডন নাটোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হানিফ আলী শেখের ছেলে। প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানান হয়, শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে নাটোর জেলার শীর্ষ সন্ত্রাসী এবং নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের একান্ত সহযোগী ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তার করা হয়েছে।