গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনিক ও উপ প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে শুরু করে সরকারি বিভিন্ন দফতরে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকসহ অনুমোদিত ১ হাজার ৭শ ৫৩টি পদের মধ্যে মোট ২শ ৯০টি পদ দীর্ঘদিন যাবৎ শুন্য থাকার কারণে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, মোট ২১টি পদের মধ্যে উপ-প্রশাসনিক কর্মকর্তা ১টি, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ টি, হিসাব সহকারী সংযুক্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ে নেজারত শাখায় কর্মরত, সার্টিফিকেট সহকারী ১টি, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ১টি, জারীকারক ১টি বর্তমানে সাময়িক বরখাস্ত, দপ্তরী ১টি সংযুক্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত, অফিস সহায়ক ৩টির মধ্যে ১টি কাপাসিয়া উপজেলা ভূমি অফিসে ও ১টি তরগাঁও ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত, নিরাপত্তা প্রহরী ১টি নেজারত শাখায় ও পরিচ্ছনতা কর্মী ১টি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরতসহ মোট ১৩টি পদ শুন্য রয়েছে।
উপজেলা ভূমি অফিসে অনুমোদিত ৫৪টি পদে মধ্যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ৮ জনের মধ্যে ৪ জন, সাময়িক বরখাস্ত ১ জন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ১৬ জনের মধ্যে ৫ জন, অফিস সহায়ক ২৪ জনের মধ্যে ২ জন, প্রেশনে অন্যত্রে কর্মরত ৩ জন, সার্টিফিকেট সহকারী ১ জন, সার্টিফিকেট পেশকার ১ জন, জারীকারক ১ জন ও চেইনম্যান ১ জন সহ মোট ১৯ টি পদ শুন্য রয়েছে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন। উপজেলা কৃষি অফিসে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১ জন ও উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ১ জনসহ মোট ২টি পদ শুন্য আছে। উপজেলা প্রকৌশলী (LGED) কার্যালয়ে উপজেলা সহকারী প্রকৌশলী কর্মকর্তা ২ জন ও অফিস সহায়ক ১ জনসহ মোট ৩টি পদ শুন্য এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ড্রেসার (৪র্থ শ্রেণী) ১টি পদ শুন্য ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অফিস সহকারী ১টি পদ শুন্য রয়েছে বলে জানা গেছে।
উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) কার্যালয়ে হিসাব রক্ষক ১ জন, মাঠ সংগঠক ২ জন ও অফিস সহায়ক ১ জনসহ মোট ৪টি পদ দীর্ঘদিন যাবৎ শুন্য থাকার কারণে স্বাভাবিক কার্যক্রমে অসুবিধা হচ্ছে বলে জানান উপজেলা (BRDB) কর্মকর্তা দিলারা ফকির।
উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপজেলা সহকরী সমাজসেবা অফিসারের পদটি শুন্য থাকায় সমাজসেবা মনিটরিং কার্যক্রম ব্যহত হচ্ছে, উচ্চমান সহকারী হিসাব রক্ষক সংযুক্তিতে উপজেলা সমাজসেবা কার্যালয় শ্রীপুরে কর্মরত ও ৩টি কারিগরি প্রশিক্ষকের পদ দীর্ঘদিন শুন্য থাকায় ইউনিয়ন ভিত্তিক কার্যক্রমে দারুণ ভাবে বেগ পেতে হচ্ছে বলে জানান উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসে ৫টি পদের মধ্যে অফিস সহকারীর ১টি পদ শুন্য রয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ৩২ জন ডাক্তারের মধ্যে ৬ জন প্রেশনে অন্যত্রে কর্মরত ও ৬টি পদ শুন্যসহ ১২টি, তয় শ্রেণির ১ শ ১৬টি পদের মধ্যে ২৯টি, ৪র্থ শ্রেণী ২৫টি পদের মধ্যে ১৩টি ও ৫৫টি কমিউনিটি ক্লিনিকে ৫৫টি পদের মধ্যে ৩টিসহ মোট ২শ ৬৪টি অনুমোদিত পদের মধ্যে ৫১টি পদ দীর্ঘদিন যাবৎ শুন্য থাকার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রুগীদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হচ্ছে বলে জানান ইউএইচও ডা. মো. মামুনুর রহমান।
কাপাসিয়া উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত অনুমোদিত ১শ ৩৩টি পদের মধ্যে ৫৮টি পদ শুন্য থাকায় এখানকার পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনায় চরম ভোগান্তির স্বীকার হচ্ছে বলে জানা গেছে।
কাপাসিয়া উপজেলার ১শ ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ ৭৯টি প্রধান শিক্ষকের মধ্যে ৩৪টি ও ১ হাজার ৯০ জন সহ. শিক্ষকের মধ্যে ১শ টি পদসহ মোট ১শ ৩৪টি শুন্য পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় উপজেলার ২৬ হাজার ৬শ ৪৭ জন ছাত্রছাত্রীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান শিক্ষা অফিসার রমিতা ইসলাম।
গাজীপুর জেলার গুরুত্বপূর্ণ কাপাসিয়া উপজেলা প্রায় ৪ লক্ষাধিক মানুষের বসবাস।
শুন্য পদের বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান রূপালী বাংলাদেশকে বলেন, উপজেলার সরকারি বিভিন্ন দফতরে দীর্ঘদিন যাবৎ এ সকল শুন্য পদ গুলোতে জনবল না থাকায় বর্তমানে কর্মরত কর্মকর্তা ও স্টাফদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে। এছাড়া জনবল কম থাকার কারণে জনসাধারণের কাঙ্ক্ষিত সেবার মান কিছুটা হলেও বাঁধাগ্রস্ত হচ্ছে। সরকারি স্বস্ব দপ্তর/বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপের মাধ্যমে শুন্য পদে জনবল নিয়োগ অথবা যে কোন উপায়ে কাপাসিয়া উপজেলার সরকারি বিভিন্ন দফতরে শুন্য পদে জনবল দিয়ে জনসাধারণের সেবার মান নিশ্চিত করণের দাবি জানান।
আপনার মতামত লিখুন :