ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ১ যুগ

শ্রমিক নিরাপত্তা ফোরামের শ্রদ্ধাজ্ঞাপন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৭:৩৬ পিএম
ছবি, রূপালী বাংলাদেশ

তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে রোববার (২৪ নভেম্বর) এক যুগ পূর্ণ হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতের পরিবারের স্বজনদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেন শ্রমিকনিরাপত্তা ফোরামের নেতারা।

তার আগে নিহতদের স্মরণে জুরাইন কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে বক্তারা বলেন, তাজরীন গার্মেন্টস দুর্ঘটনার ১যুগ হয়ে গেলেও এখনো ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের আজও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি। কারখানা মালিকসহ দোষীদের এখনো শাস্তি নিশ্চিত করতে পারেনি সরকার।

মানববন্ধন থেকে তাজরীন ট্রাজেডিসহ সকল দুর্ঘটনার বিচার, নিহতের পরিবারে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান তারা। একই সঙ্গে নিরাপদ কারখানা ও কর্মস্থল নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন বক্তারা।

শ্রদ্ধাজ্ঞাপন ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিলসের নির্বাহী পরিচালক ও শ্রম অধিকার সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, যুগ্ম-সমন্বয়ক আহসান হাবিব বুলবুল, সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা সেকেন্দার আলী মিনাসহ অনেক নেতা।