ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

তালায় বিদ্যুৎস্পৃষ্টে মেয়ের মৃত্যু, আহত মা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৭:১২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু জয়নব খাতুনের নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে  শিশুর মা  জান্নাতুল খাতুন। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাসহ শিশু জয়নব। নিহত শিশু উপজেলার বারুইহাটি গ্রামের জুয়েল মোড়লের মেয়ে।

নিহত শিশুর পিতা জুয়েল মোড়ল জানান, বেলা সাড়ে ১২ টার দিকে রাইস কুকারে পানি গরম করছিল স্ত্রী জান্নাতুল। এক পর্যায়ে পানি গরম করার সময় ওই পানিতে হাত রাখেন তার স্ত্রী। ওই সময় শিশুকন্যা জয়নব খাতুন তার কোলে ছিল। পানি গরম হয়েছে কিনা সেটি হাত দিয়ে দেখার সময় একই সাথে মা-মেয়ে বিদ্যুৎ শক পায়। পরে তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে শিশু কন্যাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। বর্তমানে  স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. রাজিব সরদার জানান, হাসপাতালে আসার আগে শিশুটির মৃত্যু হয়েছে। তবে শিশুর মা বর্তমানে সঙ্কামুক্ত।