ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

রূপসায় মহান বিজয় দিবসসহ বিভিন্ন দিবসের প্রস্তুতি সভা

রূপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৯:০৭ পিএম

রূপসায় মহান বিজয় দিবসসহ বিভিন্ন দিবসের প্রস্তুতি  সভা

ছবি: রূপালী বাংলাদেশ

রূপসা উপজেলা আইনশৃংখলা, সমন্বয় সভা, মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক সভা ২৫ নভেম্বর সকাল ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। এ সময় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভূমি অপ্রতীম কুমার চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম, সেনাবাহিনীর প্রতিনিধি ক‍্যাপ্টেন মো. তোফাজ্জেল হোসেন, সিনিয়র মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস,উপজেলা প্রকৌশলী  এস এম ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুজিত মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দীন, শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নির্বাচন কর্মকতা জান্নাতুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, একাডেমি সুপার ভাইজার নিত‍্যনন্দ মন্ডল, মাদ্রাসা সুপার মাওলানা শফিউদ্দীন নেছারী, প্রধান শিক্ষক মো.আহসানুল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ অজিত সরকার, প্রতিবন্ধী হাসপাতালের প্রতিনিধি ডা:খান শফিকুল ইসলাম, উপজেলা দরিদ্র বিমেচন কর্মকর্তা রেহেনা আকতার, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস‍্য সচীব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা লবিবুল ইসলাম, সংস্কৃতিক ব্যক্তিত্ব সুখেন রায়, প‍্যানেল চেয়ারম্যান আছাফুর রহমান, ইলিয়াজ হোসেন, জিয়াউল ইসলাম, আজিজুল ইসলাম, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি  আ.রাজ্জাক শেখ, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. বেনজির হোসেন, মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান, রফিকুল ইসলাম শিকদার, আ.মালেক শেখ, মকবুল হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এ বছর বিজয় অনুষ্ঠানে একদিনের জন‍্য বিজয় মেলার আয়োজন করেছে সরকার। সেখানে বিভিন্ন ধরণের স্টল থাকবে।


 

আরবি/জেডআর

Link copied!