কুষ্টিয়ায় সোনালী ফসল ধান কাটায় ব্যস্ত কৃষকেরা। মাঠে মাঠে কৃষকের ধান কাটা জমিতে ধান কুড়ানোর আনন্দে মেতেছে গ্রামীণ শিশুরা। চাষির কেটে নেওয়া ধানের গাছ থেকে ঝরে পড়া শীষ দেখেই কচি পায়ের দৌড়। কুড়িয়ে নিচ্ছে শিশুর দল। এ নিয়ে হচ্ছে প্রতিযোগিতাও। তাদের মধ্যে কেউ কেউ ইঁদুরের গর্ত থেকেও ধান সংগ্রহ করছে। জড়ো করছে বাড়িতে। বাবার সঙ্গে বাজারে যাবে এক দিন। ধান বেচবে। সেই টাকা দিয়ে হবে নতুন জামা কাপড়, ব্যাট ও বল । হবে পিকনিক। শিশুদের এই আনন্দে বাধা দিচ্ছেন না বাবা-মাও। ধান কাটার উৎসবে শিশুরা যোগ দেওয়ায় তারাও খুশি। এখানে ধানের পরিমাণ মুখ্য নয়, আনন্দটাই বড়। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট শিমুলিয়ার মধ্যবর্তী বিলের মাঠে জুড়েই ধান খেত। স্থানীয়দের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।
ওই এলাকার বাসিন্দা অর্পন মাহমুদ জানান, পাশের কয়েকটি গ্রাম থেকে শিশুরা এসেছে ধান কুড়াতে। চাষিরা ঘাড়ে করে ধানের বোঝা নিয়ে যাচ্ছেন বাড়ি। এখানে ধানের পরিমাণ ব্যাপার নয়। আনন্দটাই অন্যরকম। ধান কুড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এ এলাকার মানুষের জীবনেই ধান কুড়ানোর স্মৃতি মেখে আছে। সত্যিই শিশুদের ধান কুড়ানোর আনন্দ তাদের মনোজাগতিক বিকাশে সহায়ক। এ সময়ে গ্রামীণ শিশুরা এসব আনন্দে মেতে আছে। তারা প্রকৃতির সঙ্গ পাচ্ছে। এ আনন্দ তাদের দৈহিক গঠনেও বিরাট ভূমিকা রাখে।
আপনার মতামত লিখুন :