ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

সৈয়দপুরে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ১০:৪৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি কৃষক সমাবেশ সফল করার লক্ষে, সৈয়দপুর জেলা শাখার কৃষক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল সড়কের জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় সৈয়দপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান সরকার দিনার এর সঞ্চালনায় এবং জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইনসান আলম আক্কাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ পারভিন আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের, সিনিয়র সহ সভাপতি এরশাদ আলী বাবু, সহ সভাপতি সামসুল আলম শাহ সাগর, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মমিনুর রহমান সরকার নয়ন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আর্ফিদি টিটো চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সরকার রাজিব আহসান, সৈয়দপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. মনির সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোর্শেদ ইসলাম, সৈয়দপুর পৌর কৃষক দলের সভাপতি খালেদ মন্জুর পাপ্পু সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।