ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বড়শিতে ধরা পড়লো ২৫ কেজির কোরাল মাছ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৭:২৫ পিএম

বড়শিতে ধরা পড়লো ২৫ কেজির কোরাল মাছ

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের সীমান্তে ঘেষা নাফ নদীর করিডোর জেটিতে হাত বরশিতে ২৫ কেজি ওজনের একটি বড় আকারের কোরাল মাছ ধরা পড়েছে।

রবিবার ২৪ নভেম্বর বেলা ১১ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জেলে মোজাম্মেল হকের বড়শিতে এই কোরাল মাছ ধরা পড়ে। মাছটির আনুমানিক বাজার মূল‍্য ৩৫ হাজার টাকা।

জেলে মোজাম্মেল হক জানান, প্রতিদিনের মতো সকালে জেটিতে হাত বরশি নিয়ে মাছ ধরতে যাই। প্রথমে ছোট ছোট কয়েকটি মাছ ধরার পর সাগরে আরেকবার বরশি ফেললে হঠাৎ করে ধরা পড়া মাছটি লাফ দিয়ে উঠে, পরে বরশি টান মারতেই ভেসে উঠেছে বিশাল একটি কোরাল মাছ। মাছটি ধরার পর অনেক লোকজন দেখতে আসে। কয়েকদিন আগেও একটি দশ কেজি ওজনের মাছ পেয়েছিলাম।

শাহ্পরীর দ্বীপের সংবাদকর্মী জসিম মাহমুদ জানান, খবর পেয়ে আমি গিয়ে বিশাল মাছটি দেখি এবং ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায়।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, মোজাম্মেল একজন দক্ষ জেলে, প্রায়ই তার বরশিতে বড় আকারের মাছ ধরা পড়ে। আজকে মাছটি ধরা পড়েছে শুনে খুশী হলাম।

আরবি/জেডআর

Link copied!