ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

লালপুরে ট্রাক-অটোরিকশা সংষর্ষে নিহত ২

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৩:১৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের লালপুরে  ট্রাক ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষে রিক্সা চালক আলফু নামের (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ও হেলপারসহ  দুই জন গুরুতর আহত হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বরে) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-নাটোর হাইওয়ে মহাসড়কের কদিমচিলান  বাসস্ট্যান্ডে নামকস্থানে বিপরীত দিক থেকে আসা মালবোঝায় ট্রাকের সঙ্গে ধানাইদহ কদিমচিলান বাসস্টান্ড থেকে  উঠে আসা  অটোরিকশার সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটো রিক্সা চালক নিহত হয়,নিহত  অটোরিকশা চালক আলফু ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে। এসময় ট্রাকে আটকে থাকা ড্রাইভার হেলপার কে বনপাড়া ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে বনপাড়া  পাটোয়ারী জেনারেল হাসপাতাল  ভর্তি করান।

পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের ড্রাইভারের মৃত্যু হয়। নিহত ট্রাক ড্রাইভার মোস্তাকিম শেখ (২৩) বাগেরহাট জেলার মোড়লগন্জ থানার বলভদ্র পুর জালাল উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে  থানার কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।