সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চর ভরাটি ১০০ বিঘা খাস জমি প্রভাবশালীদের নিকট থেকে উদ্ধার করেছেন তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি)।
জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কপোতাক্ষ নদের পলি জমে চর ভরাটি ১০০বিঘা জমি ৫ আগস্টের পরে হাত বদল হয়ে স্থানীয় প্রভাবশালী জালালপুর ইউনিয়ন এর লিটু চেয়ারম্যান এর লোকজন ভোগদখল করে আসছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল জানার পর তিনি তালা উপজেলা সহকরী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিনকে প্রভাবশালীদের নিকট থেকে জমিটি উদ্ধার করার নির্দেশ দিলে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ২৬ নভেম্বর দুপুরে জালালপুর ইউনিয়নের চরভূমি এলাকায় যেয়ে খাস জমি চিহ্নিত করে ১০০ বিঘা জমি প্রভাবশালীদের কবল থেকে উদ্ধার করে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে দেন।
এদিকে এ বিষয়ে জালালপুর ইউনিয়ন এর চেয়ারম্যান লিটুর কাছে জানতে চাইলে তিনি বলেন, কপতাক্ষ নদের পলি জমে দীর্ঘদিন খাস জমি পড়ে থাকার পরে এলাকার ৮৭ জন ভূমিহীন পরিবারকে সাবেক তালা সহকারী কমিশনার আরাফাত রহমানের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে চাষাবাদ করে আসছে। এতোদিন তারা কোন সমস্যার সম্মুখীন হয়নি ভূমিহীনদের বন্দোবস্ত নেওয়া কাগজ পাতি আছে। বর্তমান সহকারী কমিশনার ভূমি দেখতে চাইলে আমরা দেখাতে পারব। ভূমিহীনদের জমি থেকে তাড়িয়ে দেওয়ার আগে আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমাকে একটু জানানো উচিত ছিল তাহলে আমি বন্দোবস্ত নেওয়া কাগজ পাতি মাঠেই দেখাতে পারতাম।
এদিকে এ বিষয়ে তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন, আমি যতটুকু জানি এই জমির কোনো বন্দোবস্ত কাউকে দেওয়া হয় নাই। যদি কাগজপাতি থাকে তাহলে আমাদেরকে দেখাক।
তিনি আরো বলেন, খাস জমিটি কপতাক্ষ নদের তীরবর্তী হওয়ায় জমিতে আমরা চমৎকার একটি এসিলয়ন ইকোপার্ক ও সংরক্ষিত বনাঞ্চল গড়ে তুলবো বলে পরিকল্পনা করছি।
অপর দিকে এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এ খাস জমি উদ্ধার করা অভিযান চলতে থাকবে আমরা সরকারি কোনো খাস জমি কোন প্রভাবশালী মহলের নিকট এভাবে থাকতে দিতে পারি না।
আপনার মতামত লিখুন :