প্রথম আলোর বগুড়া অফিসে দুর্বৃত্তদের হামলা ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। অফিসের ডিজিটাল সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত ও কাচের বেষ্টনী ভেঙে গেছে। আগে থেকেই হামলার আশঙ্কা পুলিশকে জানানো হলেও সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ নভেম্বর) রাতে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় পত্রিকাটির অফিসে হামলা করে দুর্বৃত্তরা। পাশেই আদালত, কারাগার, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় রাত পৌণে ১১টার দিকে দুর্বৃত্তদের হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথম আলো অফিসের ডিজিটাল সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত ও দেয়ালে ব্যবহার করা কাচের বেষ্টনীতে পাথর নিক্ষেপ করে ভেঙেছে হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে জানিয়েছেন বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল হক।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ জানান, তিনি রাত ১১টা পর্যন্ত অফিসে থাকেন। কিন্তু হামলা আশঙ্কায় এদিন পৌণে ৯টার দিকে বাসায় চলে যান৷ জলেশ্বরীতলার ব্যবসায়ী মালিক সমিতির এক নেতা ফোন করে অফিসে হামলার বিষয়টি জানায়। হামলাকারীরা মোটরসাইকেলে এসেছিল৷ তারা পাথর নিক্ষেপ করে ডিজিটাল সাইনবোর্ড ও কাচের দেয়াল ভেঙেছে।
সাংবাদিক আনোয়ার পারভেজ অভিযোগ করেন, হামলার আশঙ্কায় পুলিশ সুপার ও সদর থানার ওসিকে অবগত করে নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেছিলাম। পুলিশের সহযোগিতা না পাওয়ায় অফিসে হামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :