যশোরের ঝিকরগাছায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
এসময় প্রধান অতিথি বলেন - দেশের ৪ কোটি শিক্ষিত বেকার যুবকদের কাজে লাগাতে হবে। তবেই দেশের উন্নয়ন সম্ভব হবে। এ সকল যুবকদের একটি অংশ জুলাই-আগস্ট বিপ্লবের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিল বলেই আজ একটি সুন্দর বাংলাদেশ পাওয়া সম্ভব হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খাঁন, বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মজলিশে শূরা সদস্য মাওলানা আরশাদুল আলম, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জাবীর হোসেনের পিতা নওশের আলী, আহত আব্দুল্লাহ আল মামুনের পিতা আবুল হোসেন, আন্দোলনে আহত রাকিবুল ইসলাম রাকিব, আঁখি খাতুন, মাহমুদ হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা মাছুমা আক্তার রেখা প্রমুখ।
আপনার মতামত লিখুন :