সাতক্ষীরা সরকারী মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন দীর্ঘ প্রায় তিন মাস নষ্ট হয়ে পড়ে আছে। এতে হাসপাতালে করে দুর-দুরান্ত থেকে আশা সাধারণ রোগীরা বিভিন্ন জটিল রোগের স্বাস্থ্য পরিক্ষা করা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্টরা বলছেন, সিটি স্কান মেশিনটির কুলার ও দুটি হার্ডডিক্স নষ্ট হয়ে গেছে। দ্রুত মেরামত না করলে অন্যান্য মুল্যবান পার্টস ও নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সিটি স্ক্যান মেশিনটি নষ্ট বা সমস্যা দেখা দেয়ার পর তা জরুরী মেরামতের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার জানানোর পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছেনা।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে জাপান থেকে আমদানিকৃত ১০ কোটি টাকা মুল্যের সিটি স্কান মেশিনটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থাপন করা হয়। সিটি স্কান মেশিনটি স্থাপনের পর জেলা ও জেলার বাইরে থেকে সাধারণ রোগিরা কম খরচে ব্রেইনসহ অন্যান্য পরিক্ষা করেন। এখানে ব্রেইন পরিক্ষা ২ হাজার, বুকের পরিক্ষা ২ হাজার ৫০০ টাকা ও পেটের পরিক্ষা ৪ হাজার টাকায় করা হয়। কিন্ত ত্রুটি দেখা দেয়ায় গত ৩০ আগষ্ট হতে মুল্যবান সিটি স্কান মেশিনটির সবধরনের পরিক্ষা বন্ধ রয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালের টেকনোলজিষ্ট আব্দুল হালিম জানান, সিটি স্কান মেশিনটি স্থাপনের পর একটানা ৭ বছর সার্ভিস দিয়েছে। যদিও এর ওয়ারেন্টি ছিলো পাঁচ বছরের। সে হিসাবে দুই বছর আগেই মেশিনটির মেয়াদোত্তীর্ণ হয়েছে। তার পরও ভালো সার্ভিস দিচ্ছিলো।
তিনি আরও বলেন, মেশিনটিতে খুবই কম খরচে সাধারণ রোগী ব্রেইন, বুক ও পেটের পরিক্ষা করতে পারতেন। কিন্ত মেশিনের কুলার ও দুটি হার্ডডিস্ক নষ্ট হয়ে যাওয়ায় গত ৩০ আগষ্ট থেকে বন্ধ আছে। তিনি আরো বলেন, জরুরী ভাবে এটি মেরামত করা না গেলে অন্যান্য মুল্যবান পার্টসও নষ্ট হতে পারে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাডভেকেট আবুল কালাম আজাদ বলেন, এ জেলার সাধারণ মানুষের সরকারী খরচে উন্নত চিকিৎসার জন্য এই মেডিকেল কলেজ হাসপাতালই আসেন। কিন্ত সরকারী এই প্রতিষ্ঠানের সিটি স্কান মেশিনটি একটানা প্রায় তিন মাস নষ্ট হয়ে পড়ে আছে । যাহা খুব দুঃখজনক ঘটনা তিনি সাধারণ রোগিদের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত মেশিনটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডাক্তার মো. কুরতই-খোদা জানান, সিটি স্কান মেশিনটি ত্রুটি দেখা দেয়ায় প্রায় তিন মাস সময় ধরে বন্ধ রয়েছে। এটি দ্রুত মেরামতের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়কে একাধিকবার জানানো হয়েছে। এমনকি আমি নিজেও দুই তিনবার স্বাস্থ্য মন্ত্রনালয়ে গিয়ে জানিয়েছি দ্রুত মেরামত করার জন্য। কিন্ত এখনো কোনো প্রতিকার পাওয়া যায়নি। এতে করে প্রতিদিন দুর-দুরন্ত থেকে আশা সাধারণ রোগী বিভিন্ন পরীক্ষা করার জন্য এসে ফিরে যাচ্ছেন।এটা আমাদেরও খুব খারাপ লাগছে। এটি মেরামত করতে খরচ হবে ৫৮ লাখ টাকা।
এ বিষয়ে জেলার মেডিকেল কলেজ হাসাপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সিটি স্কান মেশিনটি আড়াই মাস বন্ধ রয়েছে তা তিনি জানতেন না। তবে হাসপাতালের তত্ববোধায়কের সাথে কথা বলে দ্রুত মেরামতের উদ্যোগ নিবেন বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :