ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৭:৫৯ পিএম

ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া

ছবি: রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত এবং শহিদদের স্মরণে ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন এতে সভাপতিত্ব করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সঞ্চালনে বক্তব্য দেন-ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারী মুখলেছুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন আজাদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আশরাফুল আলম, ফারুক আহমেদ, জহিরুল ইসলাম, আন্দোলনে আহত বজলু রহমান প্রমুখ। 

উক্ত সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আ. হকসহ সিনিয়র নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

আরবি/জেডআর

Link copied!