ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

দুপচাঁচিয়ায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৯:৪১ পিএম

দুপচাঁচিয়ায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ

ছবি: রূপালী বাংলাদেশ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, মোয়াজ্জেম হোসেন, গণঅভ্যুত্থানে নিহত আবু রায়হান রাহিমের মাতা রওশন আরা বেগম, স্ত্রী দিলরুবা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের দুপচাঁচিয়ার প্রতিনিধি মেহেদী হাসান, যুবদল নেতা মোকলেছুর রহমান বাবু, আন্দোলনে যুবদল নেতা আহত কাজী ইলিয়াছ কল্লোল, অন্যান্য আহতদের মধ্যে নাইমুল হক, উজ্জল হোসেন প্রাং, আব্দুল্লাহ আল নোমান, জাহাঙ্গীর আলম, মুরাদ হোসেন নাঈম, একেএম মাইসুর রহমান কাজল, হারুনুর রশিদ মুকুট, মারিয়া তাবাসুম প্রমুখ।

স্মরণ সভার শুরুতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়া একমিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাও. আজিজুর রহমান।
 

আরবি/জেডআর

Link copied!