ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কটিয়াদীতে কৃষকদের বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ১০:০০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৩ হাজার ১ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রক উদ্ধোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আজহার মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আবুল খায়ের, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি মাসুম পাঠান প্রমূখ।