ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ‍্য বিক্রি করায় জরিমানা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ১১:১৫ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ‍্য বিক্রি করায় জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে মোবাইল কোর্ট পরিচালনা ও বাজার মনিটরিং করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ‍্য বিক্রি এবং ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা ও বাজার মনিটরিং করে এ অর্থদন্ড প্রদান করেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও এ‌ক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

জানা যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে উপজেলার সোনাহাটা বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয় এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করা হয়।

এ সময় দ্রব্যমূল্য প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে ৫শত করে মোট ১ হাজার টাকা ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে দুই বিক্রেতাকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ধুনট থানা পুলিশ উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। বাজারে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট প‌রিচালনা অব্যহত থাকবে বলেও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।

আরবি/জেডআর

Link copied!