ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ২২৪ জনের বিরুদ্ধে মামলা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০১:০৭ পিএম

আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ২২৪ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা করে আটককৃত আওয়ামী লীগের এক নেতা কে ছিনিয়ে নেয়ার ঘটনায় ইউপি সদস্যসহ ৭৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা  হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম কাওসার সুলতান বাদী হয়ে এই মামলাটি করেন।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে নুরে আলম সিদ্দিক নান্নুর নিজ গ্রাম থেকে তাকে আটক করেন (মামলার বাদী) ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম কাউসার সুলতান। পরে আটকের বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে শতাধিক এলাকাবাসী একত্রিত হয়ে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়। এসময় উৎসুক জনতা তদন্ত কেন্দ্রের দরজার লক ও জানালার গ্লাস ভেঙে আটককৃত নুরে আলম সিদ্দিক নান্নু কে ছিনিয়ে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এবিষয়ে ধামরাই থানায় এটি মামলা হয়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম কাউসার সুলতান বলেন, আওয়ামী লীগ নেতা নান্নু এজাহার ভূক্ত কোন আসামি না। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। কিন্তু এলাকাবাসী তাকে ছিনিয়ে নিয়ে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নান্নুকে জিজ্ঞেসাবাদের জন্য আনা হয়েছিল। কিন্ত কতিপয় ব্যক্তিরা  তদন্ত কেন্দ্রে হামলা করে ভাংচুর করেছে বিধায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরবি/জেআই

Link copied!