নতুন ফসল ঘরে তোলার উৎসবের আমেজ বিরাজ করছে কৃষকদের ঘরে ঘরে। তেমনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মাঠে মাঠে চলতি আমন মৌসুমে ধান কাটার পর ধানক্ষেত গুলোতে ইঁদুরের গর্ত খুঁড়ে ধানের শিষ সংগ্রহ করছে শিশুরা। কিশোর-কিশোররা স্কুল ছুটির পর অথবা সময় পেলেই সকাল বিকাল দল বেঁধে ধান সংগ্রহের জন্য ছুটে যাচ্ছে ফসলের মাঠে। ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করা অনেক ঝুঁকিপূর্ণ। গর্তে থাকা যেকোনো সময় বিষধর সাপের ছোবলে ঘটতে পারে প্রাণহানি।
শুক্রবার উপজেলার কামালপুর ইউনিয়নের ঘুরে দেখা যায়, ক্ষেত থেকে কৃষকেরা আমন ধান কেটে নেয়ার পর অবশিষ্ট পড়ে থাকা ধানের শীষ কুড়িয়ে নিচ্ছে শিশু কিশোররা।
তেমনি দড়িপাড়া গ্রামের সুতানারা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র জুবায়ের (১১) ইঁদুরের গর্তের চারপাশ খুঁড়ে খুঁড়ে এসব ধান সংগ্রহ করছে।
ধান সংগ্রহ করতে আসা জুবায়েরের সাথে কথা বললে জানায়, অনেকেই ৩-৪ জন দল বেঁধে প্রতিদিন ৪ থেকে ৭ কেজির মতো ধান পায়। সংগ্রহ করার পর এলাকার বাজারে বিক্রি করে সেই টাকা অনেকেই তাদের পরিবারকে দেয় আবার কেউ নিজের পছন্দমত কিছু কেনাকাটা করে। আমি এই ধান গুলো দিয়ে পিঠা তৈরি করে পরিবারের সবাই মিলে খাবো।
দড়িপাড়া গ্রামের শামীমা বলেন, আগে ধান কাটার সময় ধান কুড়ানিদের আনাগোনায় মাঠ ভরে যেতো। এখন আর তেমন একটা ধান কুড়ানি শিশু চোখে পড়ে না।
কৈয়েরপাড়া এলাকায় কৃষক কামরুল হাসান এ বিষয়ে বলেন, ধান ক্ষেতে ইঁদুর গর্তে ধান মজুদ করে রাখে। এসব ধান সংগ্রহ করতে কৃষকের অনেক সময় লাগবে তাই কৃষকরা এসব ধানের দিকে নজর দেয় না। তার প্রেক্ষিতে স্থানীয় শিশু কিশোররা এগুলো সংগ্রহ করে বিক্রি এবং নিজেরাও চাল বানিয়ে খায়। অনেক সময় এসব ধান সংগ্রহের সময় সাপ, পোকা-মাকড় কামড়ের শিকার হয়।
আপনার মতামত লিখুন :