উত্তরাঞ্চল থেকে সড়কপথে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছায় মাদকের বড় চালান। যাত্রীবাহী বাস, ট্রাক ও সিএনজিতে তল্লাশি চালিয়ে মাঝেমধ্যেই মাদকের চালান ধরছে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুর ও গাইবান্ধা থেকে যাত্রীবেশে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ নানা মাদকদ্রব্য পৌঁছানোর কাজে নারীদের ব্যবহার করা হচ্ছে।
সবশেষ রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সোয়া পাঁচ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এরমধ্যে তিনজনই নারী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, বৃহস্পতিবার মহাসড়কের শিবগঞ্জে চেকপোস্ট বসিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে পাঁচ দশমিক দুই কেজি গাঁজা এবং ৫০ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতরা-শিবগঞ্জ উপজেলার দশটিকা এলাকার মৃত রইচ উদ্দিনের কন্যা এমিলি খাতুন (৩৮), নামুজা বগারপাড়ার রাজু মিয়ার স্ত্রী লাভলী খাতুন (৩৩), নামুজা বাংলা বাজারের মৃত আমীর প্রামানিকের ছেলে বাবলু প্রামানিক (৬৫), আশোকোলা এলাকার মৃত মিন্টু মিয়ার ছেলে নাদিম হোসেন (২৫) এবং সোনাতলা উপজেলার হলিতাবগা গ্রামের আব্দুস সামাদের কন্যা শিল্পী বেগম (৪০)।
র্যাব জানায়, রংপুর থেকে ঢাকাগামী ড্রিমল্যান্ড পরিবহণে যাত্রীবেশে গাঁজা বহন করা হচ্ছিলো। শিবগঞ্জ উপজেলার রহবল হাজীপাড়া এলাকার সড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি করে গাঁজাসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে সিএনজিতে যাত্রীবেশে ফেন্সিডিল নিয়ে বগুড়ার উদ্দেশে রওনা দেন শিল্পী বেগম। শিবগঞ্জ উপজেলার রহবল হাজীপাড়া এলাকার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সিএনজির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি নারীকে গ্রেপ্তার করে র্যাব।
আপনার মতামত লিখুন :