শিক্ষার্থীদের কেন্দ্র করেই রাজনীতি পরিচালনা করার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ। ছাত্রদলকে সুসংগঠিত করতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় সাংগঠনিক সফরে আসা এই ছাত্রনেতা দৈনিক রূপালী বাংলাদেশ এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ অভিমত ব্যক্ত করেন তিনি।
রূপালী বাংলাদেশ এর কক্সবাজার ব্যুরো অফিস প্রধান শাহজাহান চৌধুরী শাহীনকে দেয়া সাক্ষাৎকারটি পাঠকদের সামনে তুলে ধরা হলো....
* রূপালী বাংলাদেশ : শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে ছাত্রদল কোনো রাজনীতি করবে কি?
* আরিফ : শিক্ষার্থীদের কেন্দ্র করেই রাজনীতির করবে ছাত্র দল।শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে ছাত্রদল কোনো রাজনীতি করবে না।
* রূপালী বাংলাদেশ : ছাত্রলীগের মতো ক্যাডার ভিত্তিক, মাইম্যান অথবা জোরজবরদস্তি করে রাজনীতি করবে কিনা ছাত্রদল?’
* আরিফ : ছাত্রদল একটি ঐতিহ্যবাহি সংগঠন। ছাত্রলীগের মতো কখনও জোরজবরদস্তি করে রাজনীতি করেনি, করবেও না। এ রকম কোনো অভিযোগ যদি থাকে, তাহলে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’ ছাত্র দলে মাইনম্যান ভিত্তিক কোন রাজনীতি করবে না, গঠনমুলক, মেধাভিত্তিক রাজনীতিতে এগিয়ে যাবে ছাত্রদল।
* রূপালী বাংলাদেশ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বার্তা শিক্ষার্থীদের কাছে কি প্রভাব ফেলেছে?
* আরিফ : মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে রাষ্ট্রকে কোন চোখে দেখতে চায়, সে জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১টি দফা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের লিফলেট বিতরণ করছি। তাদের মতামত নিচ্ছি। বর্তমান বাস্তবতায় আমাদের ৩১ দফা চিন্তা-ভাবনার সঙ্গে সকল অংশীজনদের মৌলিক কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে সংযোজন বিয়োজন করা যাবে।
* রূপালী বাংলাদেশ : ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের বাইরে রেখে অপরাজনীতি করেছে, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অংশীজন হিসেবে রাখবে কি না?
* আরফি : জুলাই আগষ্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দখলদারিত্ব, ক্যাডার ভিত্তিক ও গতানুগতিক ছাত্ররাজনীতির অবসান হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্ররাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রদলের রাজনীতির অংশীদার করতে চাই এবং আমরা সেই লক্ষ্য এগিয়ে যাচ্ছি।
* রূপালী বাংলাদেশ : ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে কি পরিবর্তন লক্ষ্য করছেন?
* আরফি : ছাত্র রাজনীতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। ছাত্ররা এখন অনেক সচেতন। বর্তমানে প্রযুক্তির বিকাশ ঘটেছে। প্রযুক্তির বিকাশ হওয়ার কারণে নীতির বিরুদ্ধে কোন কিছুর করার সুযোগ নেই। ছাত্ররা এভাবে এগিয়ে যাচ্ছে।
* রূপালী বাংলাদেশ : ছাত্রদলের আগামীর মিশন ভিশন কি?
* আরিফ : শিক্ষার্থীদের মাঝে ছাত্র রাজনীতি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা রয়েছে। ছাত্রলীগের দখলদারিত্বের রাজনীতির বিপরীতে গিয়ে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের চাহিদাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করবে ছাত্রদল। বাংলাদেশে রাষ্ট্র সংস্কার ও পুনগঠনে ৩১ দফা শিক্ষার্থীদের মাঝে পৌছে দিতে সারা বাংলাদেশে ছাত্রদল কাজ করছে।
কক্সবাজার জেলার ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কক্সবাজার পর্যটন নগরী মানুষ ব্যাপক আন্তরিক। সারাদেশের মতো কক্সবাজারের ছাত্র জনতা আন্দোলনে সম্মিলিত ভাবে অংশ নিয়েছে।
রাষ্ট্রের উন্নয়নে ছাত্রদল বুঝতে পেরেছে আগামীর বাংলাদেশ বির্নিমানে কক্সবাজারবাসী হাসিনাকে যেভাবে আন্দোলনের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য করেছে ঠিক সেভাবে সব সময় অপশক্তিকে রুখে দিতে ছাত্রদল আগামীতে ভুমিকা রাখবে। এটাই ছাত্রদল বিশ্বাস করেন।
আপনার মতামত লিখুন :