ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরায় অপদ্রব্য পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৭:০১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি ঢাকায় সরবরাহ ও বাজারজাত করার অভিযোগে ৫১ কাটুন জেলি পুশ চিংড়ি আটক করেছে ঝাউডাঙ্গ বিশেষ চেক পোষ্টের বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে ট্রাকসহ জব্দ করা হয়।

পরে রাত ৮টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় ‍বিশ্বাস ট্রাক চালকসহ চারজনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আটককৃতরা হলেন-ট্রাক চালক মো.মাসুম, সহকারি মো. আবিদ হোসেন, মেহেদী হাসান রুবেল ও দিপক কুমার পাল তাদের বাড়ি সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় ‍বিশ্বাস জানান, অপদ্রব্য পুশকৃত চিংড়ি ঢাকায় সরবরাহ ও বাজারজাত করার অভিযোগে ট্রাক চালকসহ চারজনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। পরে তাদের জেলা হাজতে পাঠানো হয়েছে।