মুন্সীগঞ্জে বালু ব্যবসার পূর্ব বিরোধের জেরে চার বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শুক্রবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি একজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলল, রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০) ও মো. মামুনকে (৩৫)। এদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মো. হোসেনকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিএনপি কর্মী মনির হোসেন নয়াগাঁও মধ্যপাড়া গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে বালুর ব্যবসা করে আসছেন। সেখানে বালু সরবরাহের জন্য ধলেশ্বরীর একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন। এনিয়ে তার মনিরের সঙ্গে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের টকি মাদবরের ছেলে মানিক মাদবর ও ঈমানের বিরোধ দেখা দেয়। শুক্রবার দুপুর ১২টার দিকে মানিক ও ঈমান ভাড়াটে লোকজন নিয়ে তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এসময় প্রথমে তার চাচা হুমায়ুনকে ধারালো রামদা, কিরিচ ও ছোরা দিয়ে কোপাতে শুরু করে। এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কোপায়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, রক্তাক্ত জখম অবস্থায় চার জনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজন ও স্থানীয়রা। এদের মধ্যে গুরুতর তিন জনকে ঢামেকে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের পরিবারের পক্ষে অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :