ঢাকা শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২৭ তীর্থ যাত্রী আহত

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৮:৫৬ পিএম

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২৭ তীর্থ যাত্রী  আহত

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে শুক্রবার সকালে রাঙামাটির রাজ বন বিহারে ধর্মীয় অনুষ্ঠানে আসার পথে সড়ক দুর্ঘটনায় ২৭ জন তীর্থ যাত্রী আহত হয়েছে। তারমধ্যে পুষ্পিতা বড়ুয়া নামের একজন গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার সকালের দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস যোগে শিশু ও নারীসহ ৪০ থেকে ৫০ জন মিলে তীর্থ যাত্রীরা রাঙামাটির রাজ বন বিহারে ধর্মীয় অনুষ্ঠানে আসছিল। আসার পথে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির মুন্সি আব্দুর রউফ চত্বরে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২৭ জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

জানা গেছে, রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ১৬ জন তার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি দিয়েছেন ১১ জনকে। আহতরা সবাই বৌদ্ধ ধর্মালম্বী বলে নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সবাই তীর্থ যাত্রী বলে জানা গেছে। ২৭ জন আহত হয়েছে তার মধ্যে ১৬ জনকে হাসপাতালে আনা হয়েছে এদের মধ্যে ১১ জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িঘরে ফিরে যান।

আরবি/জেডআর

Link copied!