ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুকে হাহা রিয়েক্ট জেরে ছুরিকাঘাতে আহত ৫

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০২:৩৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ফেনীতে সামাজিক মাধ্যম ফেইসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ৫ জন কিশোর আহত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ফেনী শহরের কোল ঘেষা কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এঘটনা ঘটে। 

আহতরা হলেন, ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আফছারের ছেলে মো. অমিত হাসান ভুঞা (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭) সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭), নজরুল ইসলাম তোফায়েলের ছেলে তানবীর (১৮) ও মো. শাহীনের ছেলে রিজন (১৬)। আহতরা সবাই মাধ্যমিকের শিক্ষার্থী বলে জানা যায়।

এর মধ্যে আহত অমিত বলেন, বিগত সরকার আমলে নিলয়ের সাথে রিজনের ঝামেলা হয়েছিল। সেটার রেশ ধরে নিলয় কিছুদিন আগে রিজনের ফেইসবুক ওয়ালে দেওয়া একটা পোস্টে হা হা রিয়েক্ট দেয়।শুক্রবার রাত ৯টার দিকে পশ্চিম সোনাপুর ইসলামিক সেন্টারের সামনে তার সাথে দেখা হলে হা হা রিয়েক্টের কারণ জিজ্ঞেস করলে নিলয় ক্ষিপ্ত হয়ে উঠে। বাকবিতন্ডা জড়িয়ে এক পর্যায়ে আমাদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করে ৫ জনকে আহত করে।