ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

১৮ বছর পর রাঙামাটিতে জামায়াতের বিশাল শো-ডাউন

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৫:১৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামি রাঙামাটিতে বিশাল শো-ডাউন দিয়েছে। সকাল সাড়ে ৯টায় জেলা সদর ও জেলার বিভিন্ন উপজেলা হতে ব্যানার,ফেস্টুন হাতে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হয় পৌরসভা মাঠ প্রাঙ্গণে। সেখান থেকে বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে শো-ডাউন দেন আগত নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামি রাঙামাটি পৌরসভা শাখার আয়োজনে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, পৌর আমির মুহাম্মদ আব্দুস সালাম। এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক, মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশের মানুষ একটি বৈষম্যহীন বাংলাদেশ চায়ও দুর্নীতি সন্ত্রাসমুক্ত দেশ চায়। বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় জামায়াতের আমির ডা.শফিকুর রহমানের কোন বিকল্প নাই। আগামীতে জামায়াত দেশের নেতৃত্ব দেবে। এদেশের জনগণ এখন জামায়াত ইসলামিকে দেশের ক্ষমতায় দেখতে চায়। দেশের সূর্ষ সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, বিশ্ব নন্দিত আলেমে দ্বীন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, মাওলানা মুহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলীসহ দেশরদের বিনা কারনে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। আমরা গত ১৮ বছর কথা বলার সাহস পাইনি। এখন সময় এসেছে কথা বলার। স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিস্ট হাসিনান ক্ষমা নাই।

প্রধান বক্তা-সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমির চট্টগ্রাম মহানগর শাহজাহান চৌধুরী বলেন, দীর্ঘ ১৮বছর পরে আমরা র্নিভয়ে সমাবেশ করতে পেরে আল্লার দরবারে শোকরিয়া জানাই। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ১৯৭২-১৯৭৫ সালে ইসলামের উপর সব চেয়ে বেশি আঘাত এসেছে। ১৯৭২-১৯৭৫ সালে শেখ মুজিব জামায়াত নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে দীর্ঘ ১৮ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমালে সব চেয়ে বেশি আঘাত হয়েছে জামায়াতের উপর। আওয়ামী লীগ সরকার গত ১৮টি বছর জঙ্গি,সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ধমিয়ে রাখতে চেয়েছিল আজ জামায়াত সারা দেশে মাথা চারা দিয়ে উঠেছে। এদেশের মাটিতে জামায়াতকে কখনো ধমিয়ে রাখা যাবে না।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মোহাম্মদ জাফর সাদেক, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জামায়াত আমির, রাঙামাটি পার্বত্য জেলা। জামায়াতে ইসলামি রাঙামাটি জেলা শাখার সেক্রেটারি মো. মনছুরুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামি নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি এদেশের জনগণকে সাথে নিয়ে আল্লাহর জমিতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। দেশের জনগণ গত ১৮ বছর ধরে অন্যায় ভাবে নির্যাতন, হয়রানি ও জুলুমের শিকার হয়ে এদেশের রাজপথে অনেক চোখের পানি ফেলেছেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে অনেকে স্বামী হারিয়ে, অনেকে সন্তান হারিয়ে আবার অনেকে ভাই হারিয়েছে। তাই আমরা ফ্যাসিস্ট সরকারের সকল অন্যায় অত্যাচরের বিচার দাবি করছি।