জামালপুরের বিশেষ দায়রা জজ আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রনিকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ গ্রেপ্তার করে। তিনি শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের শওকত আলীর ছেলে।
শিবালয় থানার ওসি এ আর এম আল-মামুন জানান, হত্যার অভিযোগে জামালপুর রেলওয়ে থানার ২০১১ সালে ১ নম্বর মামলার আসামি রনি। চলতি বছরের ৭ মার্চ জামালপুরের বিশেষ ও জেলা দায়রা জজ মো. আবু তাহের ৩০২/৩৪ ধারায় ওই মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। পাঁচ নম্বর আসামি রনি এতোদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারিত আদালত। এই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :