চট্টগ্রামে উগ্রবাদী ইসকন সন্ত্রাসী কর্তৃক মসজিদ হামলা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহিপাল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ সকালে বেলা ১১টার দিকে ফেনী মহিপাল সরকারি কলেজ সংলগ্ন থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে মহিপাল প্লাইওভার হয়ে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে প্রদক্ষিণ করে ট্রাংক রোড এসে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মহিপাল সরকারি কলেজ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবদুল আহাত, গাজী সালাউদ্দিন আমান, রাহাত উদ্দিন ভূঞা, একাদশ শ্রেনী শিক্ষার্থী হাসান আল ওমর, আরাফাত হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট যে ভাবে ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিস্ট শক্তি প্রতিরোধ করতে পেরেছি। ঠিক তেমনি উগ্রবাদী ইসকনকে প্রতিহত করতে ছাত্র-জনতা যথেষ্ট ।
এ সংগঠনকে নিষিদ্ধ করা হোক তা আমাদের দাবি। যারা ইসলামের বিরুদ্ধে কটুক্তি করবে; তাদেরকে ছাড় দেয়া হবে না বলে এসব কথা ব্যক্ত করেন শিক্ষার্থীরা। এছাড়াও ইসকন হটাও দেশ বাঁচাও এ স্লোগানটি বার বার দিতে দেখা যায়।