ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মহেশখালীতে ৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার, যুবক গ্রেপ্তার

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৭:৩২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের ক্রাইমজোন খ্যাত মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই সময় মো. সাজেদ (২৬) নামের এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মহেশখালী উপজেলার বড় ডেইল এলাকার শুক্কুর আলীর ছেলে।

রোববার সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউছারের নেতৃত্বে একদল পুলিশ মহেশখালী থানাধিন বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালায়। এ সময় জি-থ্রি রাইফেলসহ ৪টি অস্ত্র উদ্ধার ও মো. সাজেদকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি  থ্রী জি রাইফেল, একটি দু‍‍`নলা বন্দুক, একটি এক নালা বন্দুক, একটি এলজি, দশ রাউন্ড গুলি রয়েছে।

এ ঘটনায় মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।