লাকসামে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন-“স্বপ্ন” ২য় পর্যায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে লাকসাম উপজেলার ৪নং কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অধীনে ও বেসরকারি সংস্থা ইপসা`র বাস্তবায়নে এবং সুইডেন, মেরিকো, ইউএনডিপির আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের মাধ্যমে লাকসাম উপজেলা সাতটি ইউনিয়নের ২৫২ জন উপকারভোগী রয়েছে৷
উপজেলার ৪নং কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনা প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রজেক্ট অফিসার স্বপ্ন-২ প্রকল্প এর ফোরকান আহমেদ।
এসময় বক্তব্য রাখেন দৈনিক গণজাগরণ প্রতিনিধি ও লাকসাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী হীরা, ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা নয়ন চন্দ্র দাস, ডা. আবুল হোসেন, ইউপি সদস্য কামাল হোসেন, স্বপ্ন`র কর্মী গ্রুপ লিডার নারগিস আক্তার প্রমুখ৷
আপনার মতামত লিখুন :