বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে যশোর জেলা ছাত্রদল।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ঈদগার মোড় থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপুর নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়।
মিছিলটি ঈদগার মোড় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশ করেন উপস্থিত ছাত্রদলের নেতৃবৃন্দরা।
মিছিলটিতে উপস্থিত ছিলেন- নগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক খাইরুল বাশার শাহীন, নগর বিএনপি`র আহবায়ক কমিটির সাবেক সদস্য রুহুল আমিন মধু, জেলা যুবদলের সহ-সভাপতি তারিক হাসান টিপু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল হোসেন, ও রবিউল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান ফারেছ দিব্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহীন, আব্দুল আহাদ গাজী, রেজোয়ান রহমান নিশান।
এছাড়া উপস্থিত ছিলেন- সংগঠনটির সহ-সাধারণ-সম্পাদক তানভির ইসলাম পলক, আবুল কাশেম গাজী, মো. ওয়াসিম, ইমরান কবির, আল আরাফাত মাহিম, সম্পাদক মন্ডলীর সদস্য সাইফুল ইসলাম রতন, সাকিব আল হাসান, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজোয়ান বাসার সোহান, এম এম কলেজের ছাত্রনেতা নুর ইসলাম রুবেল, সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম বুলবুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হাইকোর্টের এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় অভিযুক্ত করেছিল। তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া ফ্যাসিবাদী সরকারের মামলা ও ফরমায়েশি রায় আইনগত ভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন। এই সংবাদ আমাদের বড় আনন্দের। তারেক রহমান এই দেশের কৃতি সন্তান এবং আগামীর রাষ্ট্রনায়ক। তিনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং এই দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। এজন্য তারেক রহমানকে আগামীর শুভেচ্ছা
আপনার মতামত লিখুন :