ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৮:৪০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে সরাইল উপজেলা ইসলামাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর উপজেলার কলামুড়ি নতুনপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে হানিফ মিয়া (২৮) এবং কলামুড়ি নতুনপাড়া নুরুল ইসলামের ছেলে ইয়াছিন মিয়া। এসময় তাদের কাছ থেকে ২টি লোহার রোড, ১টি লোহার পাইপ ও ১টি দা জব্দ করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা রজু করা হয়েছে।