সিরাজগঞ্জে অভিনব কায়দায় হেরোইন পার হওয়ার সময় হেরোইনসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
গতকাল দুপুরে সিরাজগঞ্জ পশ্চিম রেলওয়ে স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব ১২। এসময় ৩শ ৪ গ্রাম হেরোইনসহ ২জন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের ব্যবহৃত মোবাইল ও নগদ টাকাও জব্দ করা হয়।
আটককৃতরা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পরমানন্দপুর গ্রামের মোঃ উজ্জল আলীর ছেলে সিহাব আলী (৩০) এবং একই থানার মাদারপুর গ্রামের মৃত বাদশা আলীর মেয়ে সেলিনা বেগম (৩৫)।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে র্যাব ১২ এর সহকারী পুলিশ জানান, অভিনব কায়দায় রাজশাহী থেকে ঢাকায় হেরোইন পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩০৪ গ্রাম হেরোইনসহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।