ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

নাতির মৃত্যুর খবরে নানির মৃত্যু, একসঙ্গে জানাজা ও দাফন

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৮:৪৫ পিএম

নাতির মৃত্যুর খবরে নানির মৃত্যু, একসঙ্গে জানাজা ও দাফন

নিহত যুবদল নেতা আব্দুল হালিম। ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম আব্দুল হালিম (৪২) ব্রেইন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। আদরের নাতির মৃত্যুর খবর শুনে হৃদক্রিয়া বন্ধ হয়ে আয়েশা বেওয়া (নবতিপর) বয়সি বৃদ্ধা নানিও মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে উপজেলার মাটিকোঁড়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা বেওয়া ওই গ্রামের মৃত আবুল হোসেন আকন্দের স্ত্রী। যুবদল নেতা আব্দুল হালিম যমুনা তীরবর্তী শহরাবাড়ি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্বপরিবারে ধুনট শহরে স্থানীয় ভাবে বসবাস করেছিলেন। একই দিনে নানি-নাতির এমন হৃদয় বিদারক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, গত সোমবার সন্ধ্যায় চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজার এলাকায় দলীয় একটি উঠান বৈঠকে বক্তব্য দেন আব্দুল হালিম। বক্তিতাকালে অতীতে বিরোধীদলে থাকা অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্যাতনের স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। পরে সেখান থেকে নেতাকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আদরের নাতির এমন মর্মান্তিক মৃত্যুর খবর সইতে না পেরে তার বৃদ্ধা নানিও হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করে।

মৃত্যুর পূর্বে বক্তব্য বলেন, বিগত ১৯৯৯ সালে যখন ৯ মাস ডান্ডাবেড়ি পরা অবস্থায় কারাগারে ছিলাম। তখন যতটা কষ্ট না পেয়েছি। এই স্বৈরাচারী খুনি হাসিনার ১৭ বছরের প্রতিটা রাতে মনে হয়েছে সকাল আর হয়তো পাব না। একথা বলার পরেই সে বুকে ব্যথা অনুভব করে। তখন নেতাকর্মীদের বলেন আমার ভালো লাগছে না। স্থানীয় নেতাকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

যুবদল নেতার মৃত্যুতে বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দীন হারুন মন্ডল, শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভিসহ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ তার ও নানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার বাদ যোহর মাটিকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে একই কবরস্থানে নানি-নাতিকে দাফন করা হবে।

আরবি/জেডআর

Link copied!