ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

অ্যাটর্নি জেনারেলের সৌজন্য মতবিনিময় আগামীকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৮:৪৯ পিএম

অ্যাটর্নি জেনারেলের সৌজন্য মতবিনিময় আগামীকাল

ছবি, সংগৃহীত

চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য মতবিনিময় করবেন এ্যাটর্নি জেনারেল এডভোকেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ঢাকা থেকে আসা সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ। বুধবার ( ৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

চট্টগ্রাম প্রেসক্লাবে বুধবার দুপুর ৩ টায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ সিনিয়র আইনজীবীরা।

এসময় এ্যাটর্নি জেনারেলসহ সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের লোহাগাড়াস্থ গ্ৰামের বাড়ী পরিদর্শন শেষে আলিফ হত্যাকাণ্ডসহ  সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করবেন। এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। 

আরবি/এস

Link copied!