রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৪:১৯ পিএম

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালার গ্রিল ভেঙে নগদ ২ লাখ ২৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। তবে মালামাল চুরি হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

মঙ্গলবার গভীর রাতে এ চুরি সংঘটিত হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়। বুধবার (৪ ডিসেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসা. কানিস ফারহানা জানান, মঙ্গলবার গভীর রাতে আউটডোর রুমের জানালার গ্রীল কেটে ভেতরে চোর প্রবেশ করে প্রধান সহকারী ও ক্যাশিয়ার রুমের আলমারির তালা ভেঙে ২ লাখ ২৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এসময় কাগজ-পত্র তচনছ করে। এছাড়া তাদের রুমে ল্যাপটপ ছিল সেটি নেয়নি চোরেরা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা বলছেন, হাসপাতালে প্রায় চুরির ঘটনা ঘটে। কখনও আবাসিক কোয়ার্টারে চুরি হয়। আবার কখনও হাসপাতালে আসা রোগীর স্বজনদের মোটরসাইকেল চুরি হওয়ার কথা শোনা যায়। এখন পর্যন্ত চুরি হওয়া কোনো জিনিস আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারেনি। তবে নাইটগার্ড থাকার পরও যদি চুরি হয়।

গোলাম রব্বানী ও বেলাল হোসেন নামে দু’জন নাইটগার্ডের সাথে কথা হলে তারা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশ দেখাশুনা করেছে। দায়িত্বে কোন অবহেলা ছিলো না তাদের।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী বলেন, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তথ্য উদঘাটনের চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।

আরবি/ এইচএম

Link copied!