মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) মধ্যে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ (দ.) ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দোহালিয়া গ্রামের মৃত আছির আলীর ছেলে আব্দুল জলিল এবং ০৯নং সুজানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভোলারকান্দি গ্রামের মৃত আজির আলীর ছেলে তাজান উদ্দিন ও তাজন উদ্দিনের ছেলে অলীউর রহমান ওরফে কাশিম আলী।
পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ (দ.) ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দোহালিয়া গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল জলিল সি/আর (১০৪/১৯) মামলায় এবং ০৯নং সুজানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভোলারকান্দি গ্রামের তাজান উদ্দিন ও অলীউর রহমান ওরফে কাশিম আলীক সি/আর- (১৯/২৩) মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
বড়লেখা থানার এস আই অপু দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :