গজারিয়ায় রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও ফসলিজমি বালি দিয়ে ভরাট বন্ধে এবং মাদকদ্রব্য সেবনের অপরাধে একাধিক স্থানের চার জনকে ৩ লাখ ৫১ হাজার টাকা অর্থদণ্ড সাথে মাদক সেদিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফ। বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া, ভবেরচর ও বালুয়াকান্দী ইউনিয়নের রায়পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা, জামালপুর, শিমুলিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী হতে ইজারা ব্যতিত অবৈধভাবে বালু উত্তোলন করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনটি বালি বাল্কহেড সহ দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরদিন (৪ ডিসেম্বর) সকাল দশটা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত বাল্কহেড মালিক রাজন আলী (৫০) নামে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লক্ষ টাকা এবং মাহামুদুল হাসান হিমেল (২৪) নামে একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে।
এদিকে বুধবার দুপুরে মাদকদ্রব্য সেবন করার অপরাধে বালুয়াকান্দি ইউনিয়নের রায়পাড়া চর আগলী গ্রামের সবুজ (৩২) নামে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি ও আলীপুরা গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমি বালি দিয়ে ভরাট বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ওসমান গণি মানিক (৪৫) নামে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ অভিযানে অর্থদণ্ড ও কারাদণ্ডের তথ্য নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলন ফসলি জমি, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অভিযান অব্যাহত থাকবে।