মঙ্গলবার ৩ ডিসেম্বর সুনামগঞ্জের ধর্মপাশায় কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপজেলা ও কলেজ শাখার ছাত্রদের সাথে মতবিনিময় করেন।
কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সহ-সভাপতি, ইব্রাহিম কার্দি যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম আহ্বায়ক, তারেক মিয়া সদস্য সচিব, উপজেলা ছাত্রদল নেতা ওবায়দুর মজুমদার আহ্বায়ক ধর্মপাশা উপজেলা, এম হাবিবুল্লাহ যুগ্ম আহ্বায়ক, সারোয়ার হোসেন সদস্য সচিব প্রমুখ ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলা ১১টা ৩০ মিনিট তারা ধর্মপাশার কলেজ শাখার নেতাদের সাথে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা জেলার কলেজগুলোর ছাত্রদের সাথে কথা বলেছি এবং আগামির বাংলাদেশ তারা কেমন চায় পরামর্শ নিয়েছি এবং নিজেদের মধ্যে কোনধরনের সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি।।
আপনার মতামত লিখুন :